এত এত নেক আমল করা সত্ত্বেও আমাদের পূর্বসূরিরা নিজেদের শেষ সময়,অন্তিম মূহুর্তের ব্যাপারে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতেন!
আর আমরা?
পাপের সাগরে ডুবে থেকে ও উদাসীন, নির্বিকার, ভাবলেশহীন!
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেনঃ
"সুফিয়ান আস সাওরি (রহ) একবার ফজরের পূর্ব আগ পর্যন্ত সারারাত কান্না করলেন। তাঁকে সকালে লোকজন জিজ্ঞেস করলো,'' আপনি কি গুনাহের কারণে এভাবে কান্না করছেন?'
তিনি জমিন থেকে মাথা তুলে বললেনঃ
''পাপ তো খড়কুটোর মত হালকা( তাওবায় ধুয়ে মুছে সাফ হয়ে চলে যায়) , আমি তো শুধুমাত আমার খারাপ সমাপ্তি অর্থাৎ মৃত্যুকালীন মূহুর্ত নিয়ে ভীতসন্ত্রস্ত।
ইবনুল কাইয়্যিম (রহ) বলেন-
এটা ফিকহের সর্বোচ্চ জ্ঞান যে একজন মানুষ মনে করবে তার পাপ তাকে শেষ মূহুর্ত পর্যন্ত তাড়া করবে। এবং এই পাপ শেষ মূহুর্তে ভালো মৃত্যু এবং তার মধ্যে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে।''
আর আমরা?
পাপের সাগরে ডুবে থেকে ও উদাসীন, নির্বিকার, ভাবলেশহীন!
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেনঃ
"সুফিয়ান আস সাওরি (রহ) একবার ফজরের পূর্ব আগ পর্যন্ত সারারাত কান্না করলেন। তাঁকে সকালে লোকজন জিজ্ঞেস করলো,'' আপনি কি গুনাহের কারণে এভাবে কান্না করছেন?'
তিনি জমিন থেকে মাথা তুলে বললেনঃ
''পাপ তো খড়কুটোর মত হালকা( তাওবায় ধুয়ে মুছে সাফ হয়ে চলে যায়) , আমি তো শুধুমাত আমার খারাপ সমাপ্তি অর্থাৎ মৃত্যুকালীন মূহুর্ত নিয়ে ভীতসন্ত্রস্ত।
ইবনুল কাইয়্যিম (রহ) বলেন-
এটা ফিকহের সর্বোচ্চ জ্ঞান যে একজন মানুষ মনে করবে তার পাপ তাকে শেষ মূহুর্ত পর্যন্ত তাড়া করবে। এবং এই পাপ শেষ মূহুর্তে ভালো মৃত্যু এবং তার মধ্যে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাবে।''
[আল দা'ওয়া আল-দাওয়া(৩৯০)]
Comments
Post a Comment