একজন লোক আমাকে সালাম জানিয়ে আমার পাশে এসে বসলো চাচা আপনি এখানে আমি জানতাম না।
আমি- ওয়ালাইকুম সালাম।এতোটা দিন (৪ বছর) থেকে দাঁড়ি রাখো দাঁড়ি রাখো বললাম রাখলানা, শেষ পর্যন্ত সেইভ করে করে দাঁড়ি পাকিয়ে দিলে।
লোকটা- মুচকি হেসে,আসলে আমিও কম বেশ হাদীস জানি,আমার কথা হলো আমি যেই ডিপার্টমেন্টে (ড্রাইভার) আছি সেখানে প্রতিনিয়ত মিথ্যা বলতে হচ্ছে।এখন আমার দাঁড়ি রেখে মিথ্যা বলতে পারবোনা,বললে আরো গুনাহ হবে।তাছাড়া আমার ছেলের একটা দিক লাগিয়ে দেই তখন এই পেশা ছেড়ে দিয়ে ছেলের ইনকাম খাবো দাঁড়ি রাখবো নামাজ পড়বো আর মিথ্যাও বলতে হবেনা।এটাই আমার উদ্দেশ্য। নাকি ভুল বললাম কি চাচা?এটা আমার ইচ্ছা।
আমি- উনার কথা শুনে খুব হাসলাম।তিনিও হাসছেন।আমি বললাম আমি কিছু বলবো?
লোকটা- হ্যা অবশ্যই।
আমি- দেখো,যখন তুমি বলছো মিথ্যা বলতে হচ্ছে তাই দাড়ি রাখছোনা,এতে করে মিথ্যা বলার একটা পাপ হচ্ছে আর দাঁড়ি না রাখার আরেকটা পাপ হচ্ছে।যদি দাঁড়ি রাখো তাহলে একটা পাপ করা থেকে বাঁচলে আর দাঁড়ি রাখার বদলে হয়তো আল্লাহ তোমার মিথ্যা বলার পাপ ও ক্ষমা করে দিতে পারেন।
তুমি বললে ছেলে ইনকামে লেগে গেলে দাঁড়ি রেখে দিবে।আমি এমন অনেক ড্রাইভারের সাথে কথা বলি যাদের অনেকেই বলে দুই বছর পর দাঁড়ি রাখবো নামাজ পড়বো।আমি তখন প্রশ্ন করি তুমি বাঁচবে কতোদিন?
বলে- সেটাতো জানিনা,সেটার কোন গ্যারান্টি নাই।
আমি- তাহলে দুইবছর পর নামাজ পড়বা দাঁড়ি রাখবা নামাজ পড়বা সেটার গ্যারান্টি দাও কিভাবে???
তখন তাদের উপলব্ধি হয়।
গাড়ি চালালে যে মিথ্যা বলতে হবে সেটা কেনো? তুমি অমুক বাজারে আছো তাহলে প্যাসেঞ্জারকে বলবা হ্যা আমি এখানেই কেনো বলবা যে আপনার বাড়ির পাশে আছি।যদি টিপ চলে যায় যাক,তারপর ও মিথ্যা বলে পাপ না করে আল্লাহর উপর ভরসা করবা,এতে ১৫০০ টাকার টিপ চলে গেলেও সত্য বলার কারণে হয়তো আল্লাহ ৭০০০ টাকার টিপ ধরিয়ে দিতে পারেন।
একটু সময় চুপ থাকার পর লোকটা আমাকে বললো- আপনি আগামীকাল কোথায় জুমার নামাজ পড়বেন?
আমি- ইন শা আল্লাহ আমাদের গ্রামের মসজিদে।
লোকটা- আমিও আপনার সাথে নামাজ পড়বো আর আমার জন্য দোয়া করবেন আমি দাঁড়ি রেখে দিবো।
আমি ইন শা আল্লাহ।
আমি- ওয়ালাইকুম সালাম।এতোটা দিন (৪ বছর) থেকে দাঁড়ি রাখো দাঁড়ি রাখো বললাম রাখলানা, শেষ পর্যন্ত সেইভ করে করে দাঁড়ি পাকিয়ে দিলে।
লোকটা- মুচকি হেসে,আসলে আমিও কম বেশ হাদীস জানি,আমার কথা হলো আমি যেই ডিপার্টমেন্টে (ড্রাইভার) আছি সেখানে প্রতিনিয়ত মিথ্যা বলতে হচ্ছে।এখন আমার দাঁড়ি রেখে মিথ্যা বলতে পারবোনা,বললে আরো গুনাহ হবে।তাছাড়া আমার ছেলের একটা দিক লাগিয়ে দেই তখন এই পেশা ছেড়ে দিয়ে ছেলের ইনকাম খাবো দাঁড়ি রাখবো নামাজ পড়বো আর মিথ্যাও বলতে হবেনা।এটাই আমার উদ্দেশ্য। নাকি ভুল বললাম কি চাচা?এটা আমার ইচ্ছা।
আমি- উনার কথা শুনে খুব হাসলাম।তিনিও হাসছেন।আমি বললাম আমি কিছু বলবো?
লোকটা- হ্যা অবশ্যই।
আমি- দেখো,যখন তুমি বলছো মিথ্যা বলতে হচ্ছে তাই দাড়ি রাখছোনা,এতে করে মিথ্যা বলার একটা পাপ হচ্ছে আর দাঁড়ি না রাখার আরেকটা পাপ হচ্ছে।যদি দাঁড়ি রাখো তাহলে একটা পাপ করা থেকে বাঁচলে আর দাঁড়ি রাখার বদলে হয়তো আল্লাহ তোমার মিথ্যা বলার পাপ ও ক্ষমা করে দিতে পারেন।
তুমি বললে ছেলে ইনকামে লেগে গেলে দাঁড়ি রেখে দিবে।আমি এমন অনেক ড্রাইভারের সাথে কথা বলি যাদের অনেকেই বলে দুই বছর পর দাঁড়ি রাখবো নামাজ পড়বো।আমি তখন প্রশ্ন করি তুমি বাঁচবে কতোদিন?
বলে- সেটাতো জানিনা,সেটার কোন গ্যারান্টি নাই।
আমি- তাহলে দুইবছর পর নামাজ পড়বা দাঁড়ি রাখবা নামাজ পড়বা সেটার গ্যারান্টি দাও কিভাবে???
তখন তাদের উপলব্ধি হয়।
গাড়ি চালালে যে মিথ্যা বলতে হবে সেটা কেনো? তুমি অমুক বাজারে আছো তাহলে প্যাসেঞ্জারকে বলবা হ্যা আমি এখানেই কেনো বলবা যে আপনার বাড়ির পাশে আছি।যদি টিপ চলে যায় যাক,তারপর ও মিথ্যা বলে পাপ না করে আল্লাহর উপর ভরসা করবা,এতে ১৫০০ টাকার টিপ চলে গেলেও সত্য বলার কারণে হয়তো আল্লাহ ৭০০০ টাকার টিপ ধরিয়ে দিতে পারেন।
একটু সময় চুপ থাকার পর লোকটা আমাকে বললো- আপনি আগামীকাল কোথায় জুমার নামাজ পড়বেন?
আমি- ইন শা আল্লাহ আমাদের গ্রামের মসজিদে।
লোকটা- আমিও আপনার সাথে নামাজ পড়বো আর আমার জন্য দোয়া করবেন আমি দাঁড়ি রেখে দিবো।
আমি ইন শা আল্লাহ।
Comments
Post a Comment