নিজেদের অজান্তেই আমরা জাহান্নামের পথে চলছি। অথচ মনে করছি আমরা খুব ভালো কাজ করছি! কিছু উদাহরণ দিচ্ছি।
.
আমরা যারা কম-বেশি বিভিন্ন নেক আমল করি, আল্লাহর পথে চলতে চাই, তাদের কথা-ই বলি। আমরা ফেসবুকে বিভিন্ন ইসলামী পোস্ট করি, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেই; অবশ্যই ভালো কাজ। কিন্তু এই আমরাই আবার কাউকে গালি দেই, কারোর নাম বিকৃতি করি বা ছবি বিকৃতি করি, কাউকে অপবাদ দেই, কারোর বদনাম-গিবত করি, কারোর সমালোচনায় অতিরঞ্জন বা বাড়াবাড়ি করি, কোন দেশ কেমন বা কোন দেশের শাসক কেমন, অর্থাৎ সারাক্ষণই কারো না কারোর দোষত্রুটি-বদনাম করা নিয়ে আমরা ব্যস্ত থাকি!
.
অথচ এসব গুনাহের কাজ করে মনে করছি, আমরা খুব ভালো কাজ করছি, আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন আমাদের কাজে! না ভাইয়েরা, এমনটি যেন কখনো মনে না করি। আমরা মারাত্মক ভুল করছি। আসুন নিজেকে কয়েকটা প্রশ্ন করি-
.
— অপরের দোষত্রুটি নিয়ে যতটা ভাবি, নিজের দোষত্রুটি নিয়ে ততটা ভাবি কি?
.
— অন্যের যতটা সমালোচনা করি, নিজের সমালোচনা ততটা করি কি?

— অপরের সংশোধন করার জন্য যতটা চেষ্টা করি, নিজের সংশোধনের জন্য ততটা চেষ্টা করি?
.
— অপরকে যত উপদেশ দেই, নিজেকে তত উপদেশ দেই কি? নিজে উপদেশগুলো মানি কি?
.
— অপরকে যতটা শাসাই, নিজের নফস বা আত্মাকে ততটা শাসাই কি?
.
এই প্রশ্নগুলোর উত্তরই প্রমাণ করে দিবে যে, আমরা নিজেদের চেয়ে অপরের সংশোধন বেশি পছন্দ করি, নিজের সমালোচনা করার চেয়ে অপরের সমালোচনা বেশি করি। অতএব, ভাইয়েরা এখনই নিজেদেরকে সংশোধন করতে হবে। অন্য ভাইয়ের, অন্য দেশ-শাসকের গিবত-সমালোচনা বাদ দিয়ে আসুন নিজেদের দিকে খেয়াল করি, নিজেদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচাই। শয়তান আমাদের নিজেদের কথা ভুলিয়ে রেখে সারাক্ষণ অন্যের পিছনে লাগিয়ে রেখে আমাদেরকে জাহান্নামে পাঠাতে চায়। সুতরাং, শয়তানের ফাঁদে যেন পা না দেই, নেক সুরতে শয়তানের ধোঁকা থেকে যেন বেঁচে থাকি। আল্লাহ তাওফিক দান করুন। আ-মীন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ মোঃ শরিফ সরকার (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
.
.
👍 শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !

Comments

Popular Posts